শাহবাগে পথচারীদের নির্বিঘ্নে চলাচলে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: রাস্তা পারাপারে সচেতনতা বাড়াতে এবং যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না তাদের সতর্ক করতে রাজধানীর শাহবাগ এলাকায় অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের এ অভিযান শুরু হয়। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান বাংলানিউজকে বলেন, পথচারীদের রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির জন্য এ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
একইসঙ্গে পথচারীরা যেন নির্বিঘ্নে চলতে পারেন, সেজন্য ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজেএ/পিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।