বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিবে উপজেলা সদর হাজিরহাটে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কিছুক্ষণের জন্য দোকানপাট বন্ধ রাখে।
স্থানীয়রা জানান, সকালে হাজিরহাট বাজারের মূল সড়ক দখল করে ফল বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এতে সড়কে যানজটের সৃস্টি হয়। পুলিশ এসে ব্যবসায়ীদের ফলের দোকান সরাতে বললে তারা পরে সরাবেন বলে জানান। এ নিয়ে উভয়ের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জে পুলিশসহ ২৫ জন আহত হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। জনতার ইটের আঘাতে তিন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএ