রাজধানীর পল্টনে দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাস। ছবি: জি এম মুজিবুর
ঢাকা: রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, শাহবাগ-পল্টন ইউবিএল ক্রসিং এ বিআরটিসি’র দোতলা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। রফিকুল রাজধানীর ভাটারা থানাধীন নূরের বাড়ি এলাকায় থাকতেন।
মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রফিকুল বিআরটিসি বাসের হেলপার ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজেডএস/পিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।