ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ আটক ২

বগুড়া: বগুড়ার পালসা ইউনিয়ন থেকে ১৬ কেজি গাঁজাসহ ট্রাকের চালক এবং তার সহকারীকে (হেলপার) আটক করেছে র‌্যাব সদস্যরা। মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ট্রাক চালক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মদনপুর গ্রামের ওয়াজেদ প্রামাণিকের ছেলে মো. মানিক (৩২) ও সহকারী (হেলপার) লালমনিরহাটের হাতিবান্ধার টংভাঙা গ্রামের বাচ্চাই হোসেনের ছেলে মো. শামীম (২০)।

অভিযোগ রয়েছে মানিক দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদ ছিলো লালমনিরহাটের হাতিবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসবে ট্রাকটি। সে অনুযায়ী, ইউনিয়নটির ভবের বাজার এলাকায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান ‍চালায় র‌্যাবের একটি দল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।