বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ট্রাক চালক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মদনপুর গ্রামের ওয়াজেদ প্রামাণিকের ছেলে মো. মানিক (৩২) ও সহকারী (হেলপার) লালমনিরহাটের হাতিবান্ধার টংভাঙা গ্রামের বাচ্চাই হোসেনের ছেলে মো. শামীম (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদ ছিলো লালমনিরহাটের হাতিবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসবে ট্রাকটি। সে অনুযায়ী, ইউনিয়নটির ভবের বাজার এলাকায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালায় র্যাবের একটি দল।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/এটি