ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নদী পার হতে। এতে কালনা ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতশত গাড়ি।
মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের একটি অংশ কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট দিয়ে নদী পার হয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় যাচ্ছে।
এর মধ্যে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস থেকে ফেরা যাত্রীবাহী বাসের কারণে গাড়ির চাপ বেড়েছে এই পথে।
এদিকে, তিনদিন ধরে কালনা ঘাটের দু’টি ফেরির একটি নষ্ট হয়ে পড়ে থাকায় নদী পারাপারে সমস্যা হচ্ছে। ফলে দীর্ঘসময় ঘাটে বসে থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া মধুমতি নদীতে পানি কমে যাওয়া এবং অসংখ্য ডুবো চরের কারণেও ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘাটের দুই পাড়ে অন্তত পাঁচ শতাধিক বাস ও ট্রাক আটকা পড়েছে। কখন এসব যানবাহন পার হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
কালনা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। একটি ফেরি দিয়ে তারা যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই