ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসি মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসি মালিককে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসি মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে চার ফর্মেসি মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানুর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে খৈয়াম ফার্মেসিকে ৩ হাজার, আহসান ফার্মেসি ৩ হাজার, হাবিব মেডিকেল হলকে ১ হাজার ও সততা মেডিকেল হলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানুর আলম বাংলানিউজকে জানান, অভিযানে সব ফার্মেসি মালিককে সর্তক করা হয়েছে, যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ তারা না রাখেন।

অভিযানে জেলা ড্রাগ সুপার শংকর কুমার ও প্রবণ কুমার সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।