বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।
গাজীপুর পল্লী বিদ্যুৎ (সদর দপ্তর) ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত শিববাড়ী ও লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে শিববাড়ী এলাকার মো. মতিউর রহমানকে এক লাখ ৪৮ হাজার ৬শ’ ৭৩ টাকা, লক্ষ্মীপুরা এলাকার আলা উদ্দিনকে এক লাখ ৭৮ হাজার ৩শ’ ১২ টাকা, একই এলাকার মো. আব্দুল আজিজকে ৩০ হাজার ১শ’ ৩৬ টাকা ও মো. মজিবুর রহমানকে ২৮ হাজার ৩শ’ ৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএস/জিপি/এএ