ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘জেল-জরিমানা নয় সচেতনতা বৃদ্ধিই উদ্দেশ্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
‘জেল-জরিমানা নয় সচেতনতা বৃদ্ধিই উদ্দেশ্য’ ভ্রাম্যমাণ আদালতে ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: জেল-জরিমানা নয়, সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। রাজধানীর শাহবাগে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় দুই পথচারীকে জরিমানার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান একথা বলেন।

বুধবার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা  সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে ডিএমপি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।  

এ সময় মশিউর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য হলো পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করা ও ফুটপাত দখলমুক্ত করা।

সেইসঙ্গে ফুটপাত ও ফুটওভার ব্রিজ পথচারীদের ব্যবহারের উপযোগী করে তোলা হবে।  

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পুলিশের একার পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।  

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের এই সচেতনতামূলক অভিযান নিয়মিত চলবে।

প্রত্যেক মাসে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৩ বার এই অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজেএ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।