বুধবার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে ডিএমপি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় মশিউর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য হলো পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করা ও ফুটপাত দখলমুক্ত করা।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পুলিশের একার পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের এই সচেতনতামূলক অভিযান নিয়মিত চলবে।
প্রত্যেক মাসে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৩ বার এই অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজেএ/আরআর/আরআই