ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ৪ মাদকসেবী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ৪ মাদকসেবী কারাগারে ঠাকুরগাঁওয়ে ৪ মাদকসেবী কারাগারে

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে আটক চার ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দিনগত রাতে ব্যবসায়ী আব্দুল খালেকের বাসায় অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজাসহ পুলিশ তাদের আটক করে।

আটক মাদকসেবীরা হলেন- রুহিয়া কর্ণফুলি এলাকার ধানপাটের ব্যবসায়ী আব্দুল খালেক (৩৮), ঘনিবিস্টপুর গ্রামের আলী ওরফে আকবর সাই (৪০), বারঘরিয়া গ্রামের কসাই শাহজাহান ওরফে বাঘা (২৫) ও উত্তরা বাজারের সার ব্যবসায়ী শাহ আলমের ছেলে রুহুল আমিন (১৯)।

রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ‍বাংলানিউজকে জানান, ঘনিবিষ্টপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল খালেকের বাসায় প্রতিদিন রাত ১০টা থেকে গাঁজার আসর বসে, এমন খবরের ভিত্তিতে রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে। এসময় পুলিশ বাড়ির মালিক আব্দুল খালেকের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।