বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন।
এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, মডেল থানার গোয়ালখালী এলাকার মাদকসেবী আব্দুর রহমান নেশার টাকা না পেয়ে তার বাবাকে মারধর করে। একপর্যায়ে বাড়ি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে সে। পরে তার বাবার অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএ