বরগুনায় ভুয়া ডাক্তারের চেম্বারে সিলগালা
বরগুনা: বরগুনায় জহিরুল ইসলাম সৌরভ নামে এক ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেদুল ইসলাম চেম্বারটি সিলগালা করে দেন।
তিনি বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে অভিযান চালানো হয়।
অভিযানের সময় তিনি চেম্বারে ছিলেন না। এ সময় সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার পাশাপাশি চেম্বারে জহিরুল ইসলাম সৌরভের ডাক্তারি সনদ পত্রের কোন বৈধতা না পাওয়ায় চেম্বারটি সিলগালা করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত জহিরুল ইসলাম সৌরভকে দেখা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।