বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে উপজেলার শাহী বাজার আমতলীতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ৭ রাউন্ড গুলি, একটি চাপাতি ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলিবিদ্ধ ডিবি সদস্যকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সন্ত্রাসীরা হলেন, কিলার মানিক ও মোক্তার। স্থানীয় গোয়েন্দা সূত্র জানায়, তাদের নামে একাধিক মামলা রয়েছে।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া জানান, এএসআই আব্দুল আজিজের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, কিলার মোক্তারের নামে হত্যা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফতুল্লায় ৪টি, কদমতলীতে ১টি এবং সিদ্ধিরগঞ্জে ২টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজেডএস/এটি