বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চাম্পিয়ন বানিয়েছিল।
তিনি বলেন, এই কথাটি আমরা বলেছিলাম ২০০১ সালের নির্বাচনের পর। ওই নির্বাচনে ক্ষমতায় এসেই বিএনপি সারা দেশে সন্ত্রাসী তাণ্ডব শুরু করে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর হত্যা নির্যাতন চালায়। জঙ্গিবাদ সৃষ্টি করে, জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের পরিচয় করে দিয়েছিলেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, বিএনপি’র আমলে ২১ আগস্ট আমাদের নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়েছিল। তখন আমরা বলেছিলাম বিএনপি একটি সন্ত্রাসী দল এই দলের হাতে দেশের কোন উন্নয়ন হতে পারে না। আবার ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হলো, তখন খালেদা জিয়া বললেন তাদের মুক্তি দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তারা দেশে তাণ্ডব চালিয়েছিল। এই সন্ত্রাসী সাম্প্রদায়িক দলকে দেশের মানুষ আর গ্রহণ করবে না।
*বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার আশপাশেই
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসএম/এসকে/আরআই