বরগুনা: বরগুনা সার্কিট হাউস ময়দান থেকে মিজানুর রহমান নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর রহমান জেলার আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আজহার ডিলারের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে আমতলীতে একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরি করে মাদক বিক্রি করে আসছিলেন মিজানুর রহমান।
তার নামে মাদক সংক্রান্ত পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।