ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে নিখোঁজের ১২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
কালিয়াকৈরে নিখোঁজের ১২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১২ দিন পর আব্দুর রহমান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকার মো. সেলিম মুন্সির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত আব্দুর রহমান গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধায় পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১২ ফেব্রুয়ারি (রোববার) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এলাকার এক কৃষক বিলের মধ্যে ধান খেতে পানি দিতে গিয়ে ডোবার মধ্যে আব্দুর রহমানের মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান,  আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।