বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফুয়ারা খাতুন বাংলানিউজকে জানান, উপজেলার শালকি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বোড়াগাড়ি ইউনিয়নের আনারুল ইসলামকে (৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মাদক সেবনের দায়ে রাউতা গ্রামের নবাব উদ্দিন (৩৬), একই এলাকার আব্দুস সাত্তার (৫০), কলেজপাড়ার মজনু (৪৮) ও বাগযোগরা গ্রামের বাবলু হোসেনকে (৩৭) ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম বাংলানিউজকে জানান, কারাদণ্ড প্রাপ্ত আনারুল ইসলামকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি/আরআই