বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বংশালের আলুবাজার এলাকার ৪৩নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, শিউলি ওই বাসার দ্বিতীয় তলার একটি রুমে আরো দুই নারীর সঙ্গে ভাড়া থাকতেন।
ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিউলির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই সময় বাসায় অন্য দু’জনকে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে শিউলির বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
পিএম/এএটি/আরআই