বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোট্টাপাড়া এলাকায় অবস্থিত একটি ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার সুজাবাদ সারিয়াকান্দিপাড়ার আমিনুল ইসলামের ছেলে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক মাটি ঢালতে গিয়ে অসতর্ক অবস্থায় সুইচ চাপলে হাইড্রোলিক পিকআপ ভ্যানটির বডি উপরে উঠে যায়। এ সময় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় পিকআপ ভ্যানটির বডি।
এতে পুরো গাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়লে ভেতরে থাকা সহযোগী ফারুক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক রুবেল।
বর্তমানে চালক রুবেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এসআই আব্দুল গফুর।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/জিপি/এসএইচ