বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ পাশের জেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইউনিয়নের পূর্ব অষ্টগ্রাম এলাকার আয়াত আলীর ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বাংলানিউজকে জানান, আকাশ বিকেলে হীরাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতায় প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই