তিনি বলেন, সেসময় পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নেওয়ায় তাকেও প্রশংসা করেন বিশ্বের বড় বড় দেশের নেতারা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
ফারুক খান বলেন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় সাবের হোসেন চৌধুরীর পক্ষে অ্যাফ্রো-এশীয় দেশগুলোর কাছে ভোট চাওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি যখন তাদের কাছে ভোট চাইতে গেলাম, তখন তারা এক বাক্যে বলেছেন আমরা বাংলাদেশকে ভোট দেবো, কারণ বাংলাদেশ বীরের জাতি, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। সম্প্রতি তোমরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছো। তোমাদের প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তোমাদের এই সাহসিকতার জন্য আমরা তোমাদের ভোট দেবো।
তিনি বলেন, অ্যাফ্রো-এশিয়ার দেশের নেতারা আরও বলেছিলেন, তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। তোমাদের প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা তোমাদের ভোট দেবো। তারা ঠিকই আমাদের ভোট দিয়েছিলেন, সেকারণে আমরা অস্ট্রেলিয়ার মতো দেশকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলাম।
এসময় ফারুক খান বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, বিএনপি বারবার বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করেছে। কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে তাদের। গত ৮ বছরে কমপক্ষে চারবার সরকার উৎখাতের জন্য অসাংবিধানিক পন্থা ব্যবহার করেছে দলটি।
**শেখ হাসিনার নামে ঢাবিতে রিসার্চ ইনস্টিটিউট করার দাবি
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসএম/এসকে/এএ