বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হকারদের পুনর্বাসনে তাদের আবেদন সাপেক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মাঠ পর্যায়ে জরিপ করে গুলিস্তান ও মতিঝিল এলাকায় ২ হাজার ৫০২ জন হকারের তালিকা তৈরি করা রয়েছে। তালিকা হালনাগাদের কাজ চলছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে প্রথম পর্যায়ে পাইলটিং হিসেবে গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ ও মিরপুর আঞ্চলিক কার্যালয়ের আশপাশের এলাকায় হলিডে মার্কেট চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
গুলিস্তান ও মতিঝিল এলাকার তালিকাভুক্ত হকারদের ছাতা ও ভ্যানগাড়ি সরবরাহ করার কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, ১০ মিলিমিটার বৃষ্টিপাত হলেই রাজধানী তলিয়ে যায়, এ কথাটি পুরোপুরি সত্য নয়। ১০ মিলিমিটার বৃষ্টি ৩০ মিনিটের কম সময়ে হলে সাময়িক জলজট হতে পারে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসএম/এসকে/এএ