ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরিশাল: বরিশাল নগরের নতুল্লাবাদ এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান বাবু (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট এর সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিজানুর রহমান নগরের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর এলাকার মো. আমির আলী শিকদারের ছেলে।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় র‌্যাবের একটি দল নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুরকে আটক করা হয়।

মিজানুর দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল নগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কথা স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।