বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলা অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর শিরিন সুলতানা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই