জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভেটি গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র সাজু ওই গ্রামের লবির হোসেনের ছেলে।
সূত্র জানায়, দুপুরে নিজেদের মুরগির খামারে খাবার দিতে যায় সাজু।
আগেই ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।