ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দিনব্যাপী স্বাস্থ্য মেলা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বান্দরবানে দিনব্যাপী স্বাস্থ্য মেলা সম্পন্ন

বান্দরবান: ‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’-এ স্লোগানে বান্দরবানে দুস্থ ও অসহায়দের কল্যাণে দিনব্যাপী স্বাস্থ্য মেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফডিএসআর পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

এসময় আরো উপস্থিত ছিলেন- সূর্যের হাসি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি রুইপ্রু অং চৌধুরী, সহকারী কমিশনার মো. শামীম হোসাইন, ডা. ভানু মার্মা, ডা. মিথু ইসলাম, পৌর কাউন্সিলর মো. আবু ও মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এসময় মেলায় জেলার প্রায় কয়েকশ' রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।