বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রিজার্ভ বাজারের সিএনজি চালিত অটোরিকশা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রাতে তোফাজ্জলকে ছুরিকাঘাত করে সোহেল।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বাংলানিউজকে জানান, সোহেলকে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
আহতের পরিবারের কেউ থানায় মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরবি/