বান্দরবান: বান্দরবানের লামায় পাচারকালে অবৈধ পাথর ভর্তি ট্রাকসহ চালক মো. এনামকে (৪০) আটক করে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়নের মিনঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানের নদী, ঝিরি থেকে পাথর উত্তোলন করে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে পাথর ভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়। পরে সন্ধ্যায় ট্রাকসহ চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ পাথর বহনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।