বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আকবর হোসেন (৬৫), ইউনুস (২৭), নূর ইসলাম (২৮), মনির হোসেন (২৫), ইব্রাহীম (২৮), সাহেব আলী (৩৫), কামাল হোসেন (৪৫) ও ইব্রাহীমকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, নড়াইল থেকে বাস নিয়ে বরিশালের চরমনোইয়ের মাহফিলের উদ্দেশে রওয়ান হন তারা। পথে কাচারীবাড়ি নামক স্থানে এলে চালক সড়ক ভুল করে অন্য সড়কে ঢুকে পড়েন। পরে বাসটি ঘোরাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএস/আরবি