আগুনে পুড়ে যাওয়া দোকানের একাংশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে পাঁচটি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়সাল মোল্লা বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি।
রাতে হঠাৎ মানুষের চিৎকার শুনে গিয়ে দেখেন দোকানে আগুন লেগেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মুদি, ইলেক্ট্রনিক্স, মুরগি, জুতার দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমনটাই জানালেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরবি/ওএইচ/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।