বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বাপ্পী ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বজনরা জানান, রাতে খাওয়ার পর বাপ্পী তার নিজের রুমে ঘুমাতে যান। সকালে বাপ্পী ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।
তিনি বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/বিএস