ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে আফতাব ফিড মিলে আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বড়াইগ্রামে আফতাব ফিড মিলে আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মালোপাড়া এলাকায়  ইসলাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আফতাব ফিড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নাটোর ও দয়ারামপুর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টা খানেক সময় লাগতে পারে।

তবে আগুনে মিলের প্যানেল বোর্ড, ধানের গুড়া, ভূট্টা, মিটবোর্ন, সয়াবিন তেলসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেন রইচ উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।