ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বরিশালে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

বরিশাল: বরিশাল শহরে বিশেষ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন, রুহুল আমিন (৪৩), তার স্ত্রী মমতাজ বেগম (৪০) ও জসিম উদ্দিন হাওলাদার (৩০)।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের রূপাতলী গ্যাস্টারবাইন এলাকায় অভিযান চালায়। সেসময় মিরাজ খানের বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিনের ঘরে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

অপরদিকে, রাত পৌনে ১২টার দিকে নগরের জব্বার মিয়ার গলিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার সবুজ মিয়ার বাসার ভাড়াটিয়া জসিম উদ্দিন হাওলাদারের ঘরে তল্লাশি চালিয়ে আধাকেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএস/এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।