বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, আবদুর রশিদ (৩৩), সিরাজুল ইসলাম (২৯), মো. রফিক (২১), মো. নুরুল আমিন (৬০), আবদুল রহিম (৪৫), মো. জাকির হোসেন (৩০), মো. মোহসিন (৩০), আল আমিন (১৮) ও লাল মিয়া (৫৫)।
রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক বাংলানিউজকে জানান, উপজেলার এক নম্বর পাইন্দু ইউনিয়নে এলিম ছান্দালা পাড়া এলাকার পলি খালে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নয় পাথর শ্রমিককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আইএ