বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার উত্তর জগদানন্দ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজ ওই গ্রামের আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, তিনি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বাংলানিউজকে জানান, গ্রেফতার ডাকাত আজিজের বিরুদ্ধে কবিরহাট থানায় দু’টিসহ বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আইএ