ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।

শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।

ঠাকুরগাঁও শহরের অদূরে পৌর সভার গোবিন্দনগর (কৃষ্ণপুর) ইক্ষুখামারের মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

আয়োজকরা  জানান, মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ টয়লেট ও রান্নাঘর নির্মাণ করা হয়েছে। সার্বক্ষণিক বিদুৎ সরবরাহ ও পানির ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলসহ পুরো ইজতেমা জুড়ে। এছাড়া প্যান্ডেলের ভেতরে ২৫টি ও মাঠের আশপাশ এলাকায় ১৫টি হর্ণ লাগানো হয়েছে।

পুলিশ সুপার ফারহাত আহমেদ বাংলানিউজকে জানান, শৃঙ্খলা রক্ষার্থে ইজতেমা ময়দানে তিন স্তরের নিরাপত্তা ছাড়াও সিসি ক্যামরা, আইপি ক্যামেরা ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।