বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাহাব্দিপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, অজ্ঞাত ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন।
ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোদাগাড়ী থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএস/এএটি/বিএস