বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইচান উপজেলার নওদুলি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, আইচান আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ দু’টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদে ভিত্তিতে ভরতেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/এএ