ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ধামরাইয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার ধামরাইয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

ধমরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রইল এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ও ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামরাই বড় চন্দ্রইল ইয়াজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মো. মশিউর রহমানের ঘরে অভিযান চালায়।

এসময় সেখান থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মশিউর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।