শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সুন্নত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সানোয়ার মোটরসাইকেলযোগে মাদারহুদা গ্রাম থেকে কালিদাসপুরে ফিরছিলো। এ সময় সে রোয়াকুলী এলকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সে গুরতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, সানোয়ারের মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
জিপি/