শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের সিঅ্যন্ডবি রোড খালপাড় সড়ক ও ইছাকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- যশোরের বেনাপোল পোটখালী ইউনিয়নের বৃত্তি আশ্রা এলাকার গোবিন্দ বিশ্বাসের ছেলে দীপংকর বিশ্বাস (৩০), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. তুহিন মোল্লা (২০) ও বরিশালের হিজলা উপজেলার আবুপুরের সেলিম রাঢ়ীর স্ত্রী মোসা. নারগিস বেগম (২৫)।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন-পিপিএম ও মো. হেলালুজ্জামান তাদের সঙ্গীয় টিমসহ শুক্রবার দুপুরে নগরের ১৪ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোড খালপাড় সড়কে অভিযান চালান। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে আড়াইশ বোতল ফেনসিডিলসহ দীপংকর ও তুহিনকে আটক করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত বরিশালের উজিরপুর উপজেলার ডহরপাড়া এলাকার বাসিন্দা ও সিঅ্যান্ডবি রোড খালপাড় এলাকার ভাড়াটিয়া মো. হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসা. ফাতিমা বেগম মুক্তা পালিয়ে যান। পরে আটকদের দেওয়া তথ্যানুযায়ী পালিয়ে যাওয়া হুমায়ুনের বাসা থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) আশীষ পাল সঙ্গীয় টিমসহ এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার হাওলাদার বাড়ি লেন থেকে নারগিসকে ২০ বোতল ফেনসিডিলিসহ আটক করা হয়।
আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএস/আরআর/জিপি