বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি বটতলা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে শিকড়ি বটতলা থেকে সিরাজুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সিরাজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএইচ/আরআর/জিপি