এসময় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় শতাধিক রাবার বুলেট ছুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরেশ্বর দরবার শরিফের ভক্তরা এই উরস মাহফিলের আয়োজন করেন। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিমুলতলা এলাকার মুন্সি বাড়িতে শুরু হওয়া উরস মাহফিল থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভক্তরা বাড়ি ফিরছিলেন। এ সময় ১৫-২০ দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, উরসের শেষ মুহূর্তে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ থেকে ৯০ রাউন্ড রাবার বুলেট ছুড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউছুফ হোসেন, জিয়াদ, রুবেলসহ আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসপি মাহাতাব উদ্দিন।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসই/জিপি