ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ২ মাদক বিক্রেতাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
রাঙামাটিতে ২ মাদক বিক্রেতাসহ আটক ৪

রাঙামাটি: রাঙামাটিতে দুই মাদক বিক্রেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই দুই মাদক বিক্রেতার কাছে থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটক মাদক বিক্রেতারা হলেন- সদর উপজেলার কাঠালতলী এলাকার দিলীপ ঘোষের ছেলে তীর্থ ঘোষ ও দোবাশীষ নগরের জ্যোতিন্দ্র লাল বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া মিন্টু।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের দেবাশীষ নগর এলাকা তাদের আটক করা হয়।

এদের মধ্যে তীর্থ ঘোষ নিজেকে সাংবাদিক পরিচয় দেয় বলে জানায় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

 এ ছাড়াও পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত আবুল বাশারের ছেলে মো. সুমন ও কলেজ গেইট এলাকার মনোরঞ্জন রক্ষিতের ছেলে বাপ্পী রক্ষিতকে আটক করে কোতোয়ালি ‍থানা পুলিশ। তারা দুইজনই ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, ফেব্রয়ারি: ২৫, ২০১৭
এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।