ওইদিন বেলা ৩টায় শিমুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত ও কবর জিয়ারতের কথা রয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান গোলাম সারওয়ারের আগমনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন- সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস ও ডিজিএম (সার্কুলেশন) অমিত রায়হান।
মুহাম্মদ কামরুল হাসান জানান, বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও যোগ দেবেন তিনি।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদও বক্তব্য রাখবেন।
গত ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসই/জিপি