শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুমি বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের মেয়ে।
এর আগের শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে সুমি বিষপান করলে তাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক সুমিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের কারনে সুমি নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
জিপি/