ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার কবিরপুর এলাকার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাংলাদেশ বেতারের প্রধান ফটকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, ভোরে মহাসড়কের চন্দ্রাগামী লেনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে রাতে রাস্তা পার হওয়ার সময় কোন গাড়ির নিচে চাপা পড়ে বা বাসের ছাদ থেকে পড়ে তিনি মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।