শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পূবাইল রেল স্টেশনের মাস্টার তোহরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ঢাকাগামী ইশাখাঁ এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে পূবাইল রেলস্টেশনে এসে পৌঁছায়।
এ সময় সহকারী স্টেশন মাস্টার গোলাম মোস্তফা এবং ট্রেনের পরিচালক মুস্তাফিজুর রহমান আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে উত্তেজিত যাত্রীরা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে রাত ১১টা ১৫ মিনিটে ইশাখাঁ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার দিকে ছেড়ে যায়।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আরএস/আরআইএস/এমজেএফ