শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর উপজেলার চৌকা সীমান্তের বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিলন হোসেন উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একরামুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ব্যাটালিয়নের চৌকা বিওপির হাবিলদার নুর হোসেনের নেতৃত্বে একটি টহল দল চৌকা সীমান্তের বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি