শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার দরিদ্রদেরও ভ্যাটের আওতায় এনেছে।
তিনি আরো বলেন, দেশে এখন গণতন্ত্র ও সুশাসন অনুপস্থিত। সরকারের দুঃশাসন আর ব্যর্থতা সব ক্ষেত্রেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেবে না। তাই সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে। দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচন। আর তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ড. মোশাররফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আকতার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন ও ড. মোশাররফ কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই