ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাকে আগুন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে খড়ি বোঝাই চলন্ত ট্রাকে আগুন লেগে ট্রাকসহ সব খড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাহার আলী জানান, পাটকাঠি ভর্তি করে ট্রাকটি দৌলতপুর থেকে তেলিগাংদিয়া ভেড়ামারা নামক স্থানে যাচ্ছিল।

উপজেলার দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে পাটকাঠি ভর্তি ট্রাকটিতে আগুন লেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে চালক ট্রাকটি স্থানীয় ঘোড়ামারা হাইস্কুল মাঠে থামিয়ে পালান।

স্থানীয়রা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ট্রাকটি পুরোটাই পুড়ে যায়।

মোজাহার আলী আরও জানান, রাস্তায় বৈদ্যুতিক তারে আর্থিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।