শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাহার আলী জানান, পাটকাঠি ভর্তি করে ট্রাকটি দৌলতপুর থেকে তেলিগাংদিয়া ভেড়ামারা নামক স্থানে যাচ্ছিল।
স্থানীয়রা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ট্রাকটি পুরোটাই পুড়ে যায়।
মোজাহার আলী আরও জানান, রাস্তায় বৈদ্যুতিক তারে আর্থিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ